Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সংসদ সচিবালয়
বিস্তারিত

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এ্যাভিনিউর উত্তর পাশে শেরেবাংলা নগরে অবস্থিত । সমগ্র শেরেবাংলা নগরের প্রায় এক পঞ্চমাংশ স্থান সংসদ এলাকা । ১০৮ একর জমির উপর বিশাল খোলা চত্বরের বুকে সম্পুর্ণ কংক্রিটের ঢালাইয়ে বৃত্তাকারে নির্মিত নয়তলা  এই ভবনের চারিদিকে রয়েছে কৃত্রিম লেক । লেকের স্বচ্ছ পানিতে সুউচ্চ ভবনের ছবি প্রতিবিম্বিত হয়। বিখ্যাত মার্কিন স্থপতি লুই আই ক্যানের অমর কির্তী এই সংসদ ভবন । এটি আধুনিক স্থাপত্য নক্সার এক অপূর্ব নিদর্শন । এই ভবনের পরিকল্পনা গৃহীত হয় ১৯৫৯ সালে। এর মূল নক্সা অনুমোদিত হয় ১৯৬২ সালে এবং ১৯৬৪ সালে পাকিস্তানের দ্বিতীয় রাজধানীতে ( বর্তমান শেরেবাংলানগর ) এর নির্মাণ কাজ শরু হয় । প্রায় আশি শতাংশ কাজ শেষ হওয়ার পর ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় । দেশ স্বাধীন হওয়ার পর  নাখাল পাড়ায় প্রাদেশিক  পরিষদ ভবনে ( বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় ) সংসদের কাজ চালু হয় । এবং জাতীয় সংসদ ভবনে  অবশিষ্ট কাজ পুনরায় শুরু হয় । ১৯৮২ সনে সংসদ ভবনের কাজ শেষ হয় । এই ভবনটি পৃথক নয়টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ  কমপ্লেক্স । মাঝখানের কেন্দ্রীয় ব্লকের নিচের তালায় ৩৫৪ আসনের প্রধান হল রুম । সেখানে সংসদের অধিবেশন বসে । এর চারপাশে চারটি অফিস ব্লক । মূল ভবনের কোথাও কোন কলাম নেই ।  কাঠামোর ভারসাম্য ঠিক রাখতে ত্রিকোণাকৃতির ফাকা অংশে কলাম রয়েছে । এই ফাকা অংশ দিয়ে মূল ভবনে সহজে আলো বাতাস প্রবেশ করতে পারে । সংসদ ভবনের বাইরের বৃত্তাকার লেক পেরিয়ে বিশাল খোলা চত্বর । দক্ষিণাংশের খোলা প্রান্তরে সকাল সন্ধ্যা শত শত নারীপুরুষের পদচারণায় মুখরিত থাকে ।এটি অবসর বিনোদনের এক মনোরম স্থান।